হোমUncategorizedমধ্যমগ্রাম বইমেলা কি জৌলুস হারাচ্ছে?

মধ্যমগ্রাম বইমেলা কি জৌলুস হারাচ্ছে?

মধ্যমগ্রাম বইমেলা কি জৌলুস হারাচ্ছে?

নিজস্ব সংবাদদাতা: মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে এখন চলছে বইমেলা। শীতকালে রাজ্যের বিভিন্ন অংশে এ ধরনের মেলা প্রতি বছরই হয়ে থাকে। মধ্যমগ্রাম বইমেলার বয়স মাত্র পাঁচ বছর। তবে এবারের মেলা নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এবারের মেলায় অব্যস্থার অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, এই মেলা প্রত্যাশা পূরণে ব্যর্থ। মেলার আয়োজক রঞ্জিত পাঁজা ফাউন্ডেশন। এলাকাবাসীর একাংশ যে অভিযোগ তুলেছেন, তা আবশ্য মানতে চাননি উদ্যোক্তারা। তাঁদের বক্তব্য, শুরুর দিনে স্টল তৈরির কাজ শেষ না হওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল ঠিকই। কিন্তু তার জন্য তাঁরা কোনওভাবেই দায়ী নন। এমনটাই দাবি মেলার আয়োজকদের। এক সপ্তাহের এই বইমেলা শুরু হয়েছে ২৮ ডিসেম্বর। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। মেলায় যোগ দিয়েছে বেশ কিছু নামী প্রকাশক সংস্থা। প্রতিদিনই সন্ধ্যায় হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে তেমন ভিড় না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন উদ্যোক্তারা। তাঁদের মতে, বই পড়ার অভ্যেস হারিয়ে ফেলছে মানুষ। তাই বইয়ের বিক্রিতে সেভাবে সাড়া মিলছে না বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। এবার এই মেলা পাঁচ বছরে পা দিয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img