৪০ বছর আকাশবাণী ও দূরদর্শনের চাকরির সুবাদে অসংখ্য গুণীজনের সম্পর্কে আসার সুযোগ পেয়েছেন বিশিষ্ট নাট্য প্রযোজক অজিত মুখোপাধ্যায়। সেই সব গুণীজনদের একেবারে কাছে থেকে দেখেছেন।
আকাশবাণীর সুবর্ণ যুগের সাক্ষী হয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাণীকুমার ও শ্রীধর ভট্টাচার্যের হাত ধরে পাঁচশোরও বেশি নাটক নির্দেশনার মধ্য দিয়ে নিত্য নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।তাঁর স্মৃতিকথায় তা তুলে ধরেছেন।
এই বিশাল আকৃতির বইটির মধ্যে তাঁর কর্মযজ্ঞের সঙ্গে জড়িত প্রায় সবার কথাই বলা হয়েছে। যেমন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘট্ উত্তম কুমার, তৃপ্তি মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায় , মান্না দে। উত্তর কলকাতার থিয়েটার পাড়ার উত্থান ও পতন, সত্য বন্দ্যোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, শিশিরকুমার ভাদুড়ী ,দাদাঠাকুর, পান্নালাল ভট্টাচার্য , পুলক বন্দ্যোপাধ্যায়, মলিনা দেবী, ভানু বন্দোপাধ্যায় আর আছে উত্তর কলকাতার কিছু পুরনো ইতিহাস।বইটিতে রয়েছে আর্ট পেপারের ওপর ৩১৫টি দুষ্প্রাপ্য সাদাকালো ও রঙিন ছবি।
বইমেলায় ভবিষ্যৎ প্রকাশনীর স্টলে (৪২৮ নং) এই বইটি পাওয়া যাচ্ছে।