সুতপা সরকার, বারাসত : করোনা আতঙ্কের আঁচ পড়তে শুরু করেছে লোকাল ট্রেনগুলিতে। বৃহস্পতিবার শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের সবকটি শাখায় যাত্রীদের ভিড় গত কয়েকদিনের তুলনায় যথেষ্ট কম ছিল। প্ল্যাটফর্মগুলিতেও মানুষের ভিড় ছিল উল্লেখযোগ্যভাবে কম।
শিয়ালদহ-বনগাঁ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল বারাসত। অফিস টাইমে এই স্টেশন মানুষের ভিড়ে গিজগিজ করে। কিন্তু বৃহস্পতিবার দেখা গেল একেবারে অন্যরকম ছবি। স্টেশন চত্বরে সাধারণ মানুষের ভিড় বেশ কম। দিনের যে সময়ে ট্রেনে পা রাখাই দুষ্কর হয়ে ওঠে, সেখানে দেখা গেল, ট্রেন অনেকটাই ফাঁকা। যাত্রীরাও কিছুটা আরামে যাতায়াত করছেন।
করোনা সংক্রমণ ঠেকাতে আইটি সংস্থাগুলি কর্মীদের বাড়ি থেকেই কাজ করতে বলেছে। কিন্তু সব বেসরকারি সংস্থার চাকুরেদের এই সুবিধা নেই। শ্রমিক, দিনমজুরদেরও ঘরে বসে কাজ করার উপায় নেই। ট্রেনই তাঁদের একমাত্র ভরসা। এই পরিস্থিতিতে ট্রেনে ভিড় এবং করোনা সংক্রমণ নিয়ে নানামহলে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে বহু দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। লোকাল ট্রেনই এখন তাদের কাছে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।