হোমব্যবসাবিশ্ববাজারে পতন, তবু পেট্রোল-ডিজেলের বেনজির দামবৃদ্ধি

বিশ্ববাজারে পতন, তবু পেট্রোল-ডিজেলের বেনজির দামবৃদ্ধি

বিশ্ববাজারে পতন, তবু পেট্রোল-ডিজেলের বেনজির দামবৃদ্ধি

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হল অন্তঃশুল্ক বাড়ানো হচ্ছে পেট্রল ও ডিজেলের । পেট্রলে লিটার পিছু ১০ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১৩ টাকা করে বাড়ানো হচ্ছে অন্তঃশুল্ক। এর ফলে পেট্রল ও ডিজেল থেকে ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে পারবে সরকার৷ 

২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার সময় পেট্রলের শুল্ক ছিল প্রতি লিটারে ৯.৪৮ টাকা। দিজেলের ক্ষেত্রে তা প্রতি লিটারে ৩.৫৬ টাকা।

মার্চের পর থেকে এই নিয়ে দ্বিতীয় বার সরকার অন্তঃশুল্ক বাড়াল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার ফলেই লাভ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হল। মার্চে পেট্রল ও ডিজেলের প্রতি লিটারে ৩ টাকা অন্তঃশুল্ক বাড়ানো হয়েছিল। এর আগে ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারির মধ্যে ন’বার পেট্রল, ডিজেলের দাম বাড়ানো হয়েছিল।

সরকারি সূত্র জানাচ্ছে বর্তমানে দেশের অর্থনৈতিক বেহাল দশার দিকে তাকিয়েই সরকারের তরফে কেন্দ্র এই শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img