কলকাতা: করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব৷ ইওরোপের নানা দেশে থাবা বসাচ্ছে করোনাভাইরাস৷ কিন্তু কমিটমেন্ট বড় বালাই৷ সেই কথা প্রতিশ্রুতি রাখতেই এই আতঙ্কে আহবে লন্ডন পাড়ি দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী৷
মুখে করোনা মাস্ক৷ চোখে স্পষ্ট উদ্বেগ৷ এই অবস্থাতেই লন্ডন যাত্রার বার্তা দিয়েছেন এদিন মিমি৷ তিনি জানিয়েছেন, কাজের জন্যে বিদেশ সফরে যেতে হচ্ছে৷ মিমি জানাচ্ছেন, ‘‘সব সাবধানতাই অবলম্বন করার চেষ্টা করেছি৷ বাকিটা জানি না কী হবে৷’
তাঁর উদ্বেগও সঙ্গত৷ সরকারের তরফে বৃহস্পতিবারই বিদেশমন্ত্রক থেকে অনুরোধ করে দেশবাসীকে বিদেশ সফরে না করা হয়েছে৷ পাশাপাশি লন্ডনের অবস্থায় উদ্বেগজনক৷ সেখানে বহু উৎসব স্থগিত রাখা হয়েছে৷
দিন কয়েক আগে লন্ডন গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী৷ তিনি ফিরেই অসুস্থ হয়ে পড়েন৷ করোনা ভাইরাস মিলেছে ব্রিটিস স্বাস্থ্যমন্ত্রীর নাদাইন ডোরিসের দেহেও৷ এই সংকটজনক অবস্থাতেই লন্ডন যাচ্ছেন মিমি৷