ফের মেট্রো বিভ্রাট। কবি সুভাষগামী রেক বিকল। বৃহস্পতিবার দমদম স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ডাউন কবি সুভাষগামী মেট্রো রেক হঠাৎই বিকল হয়ে যায়। এদিন বেলা ১২.১৫ নাগাদ ঘটনাটি ঘটে। এর জেরে দমদম ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এখনও পরিষেবা সচল হয়নি।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। বিকল রেকটি সরানোর চেষ্টা চলছে। নামিয়ে দেওয়া হয়েছে সমস্ত যাত্রীদের। ঘটনায় স্বাভাবিক ভাবেই সমস্য়ায় পড়েছেন যাত্রীরা। যদিও কী কারণে রেকটি বিকল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জানানো হয়েছে আপাতত ডাউন লাইনে কিছুক্ষণ পরিষেবা বন্ধ থাকবে।