হোমPlot1মোহময়ী রূপে শিয়ালদহ, জোরকদমে চলছে উচ্ছেদ অভিযান

মোহময়ী রূপে শিয়ালদহ, জোরকদমে চলছে উচ্ছেদ অভিযান

মোহময়ী রূপে শিয়ালদহ, জোরকদমে চলছে উচ্ছেদ অভিযান

একদিকে উচ্ছেদ অভিযান, অন্যদিকে, দেশের ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহকে একেবারে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। বদলে যাচ্ছে শিয়ালদহে প্রবেশ পথের চেহারা। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজও শুরু হয়ে গিয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, অমৃত ভারত প্রকল্পের আওতায় শিয়ালদহকে ঢেলে সাজাতে প্রায় ২৭.১১ কোটি টাকা ব্যয় করা হবে। 

বি আর সিং হাসপাতালের দিকের প্রবেশ পথ থেকে গোটা স্টেশন চত্বরের ভোল বদলে ফেলা হচ্ছে। প্রবেশ পথে বসানো হচ্ছে বিশালাকার ছাউনি। প্রায় সাড়ে ৮ হাজার বর্গ মিটার ( Circulating area) অংশ এবং স্টেশনের মধ্যে প্রায় ৭ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে ওই কাজ হবে। স্টেশন চত্বরের ৩৭টি শেডকে সাজানো হবে।

স্টেশনের দূরপাল্লার ট্রেনের যাত্রীদের সরাসরি স্টেশনে পৌঁছনোর সুবিধা দিতে ক্যানাল ইস্ট রোডের দিকে অতিরিক্ত প্রবেশ পথ তৈরি হবে। ওই পথে ওয়াকালেটর সহ একাধিক স্বাচ্ছন্দ্য গড়ে তোলা হবে। স্টেশনের বাইরে টাওয়ার ক্লক, ভিডিও ওয়াল, ভিতরে ৫ টি ওয়াটার বুথ, ঘোষণার প্রয়োজনে প্রায় ৪৫০ টি অডিও সিস্টেম ছাড়াও প্যাসেঞ্জার ইনফর্মেশন সিস্টেমকে পুরোপুরি আধুনিক করে তোলা হচ্ছে। দূরপাল্লার ট্রেনের ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে বসানো হয়েছে রাজস্থানের কোটার পাথর।

পাশাপাশি, শিয়ালদহ স্টেশনে অবৈধ দোকানপাট অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। স্টেশনের ভিতরে যাত্রীদের চলাচলে বাধার সৃষ্টি করা বেশ কয়েকটি দোকানকে সরিয়ে দেওয়া হয়েছে।

শিয়ালদহ স্টেশনে অবৈধ দোকানপাটের উপস্থিতি দীর্ঘদিনের একটি সমস্যা ছিল, যা যাত্রীদের জন্য বড় ধরনের অস্বস্তি সৃষ্টি করছিল এবং একই সঙ্গে এটি একটি নিরাপত্তায় ঝুঁকি তৈরি করেছিল। এসব দোকানপাট প্রায়ই হাঁটার পথ দখল করছিল এবং প্ল্যাটফর্মে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছিল। পাশাপাশি, বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করার কারণে এগুলি অগ্নিকাণ্ডের ঝুঁকি সৃষ্টি করছিল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img