প্রবাল চক্রবর্তী, মধ্যমগ্রাম : করোনা সংক্রমণ রুখতে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজারে বাজারে ঘুরে সচেতন করছেন সাধারণ মানুষ থেকে বিক্রেতা সবাইকে। নিজেই টেনে দিচ্ছেন লক্ষণরেখা। ওই লক্ষণরেখা মেনে অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই কেনাকাটা সারতে হবে ক্রেতাদের।
মুখ্যমন্ত্রীর দেখানো পথেই রাজ্যের বিভিন্ন এলাকায় গন্ডি এঁকে দিচ্ছেন ব্যবসায়ীরা। এই প্রক্রিয়ায় সামিল হচ্ছেন সাধারণ মানুষও। এমনই এক উদ্যোগ দেখা গেল মধ্যমগ্রামের বসুনগরে। এই এলাকাটি মধ্যমগ্রাম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের অধীন। মুদি ও ওষুধের দোকানের সামনে গন্ডি এঁকে দেওয়ার কাজে সামিল হয়েছেন স্থানীয় বেশ কয়েকজন যুবক। বর্তমান পরিস্থিতিতে এটাকেই সামাজিক দায়বদ্ধতা মনে করছেন তাঁরা।
রাজ্যজুড়ে লকডাউন চললেও, মুদিখানা, বাজার এবং জরুরি পরিষেবাকে এর আওতার বাইরে রাখা হয়েছে। কেনাকাটার জন্য প্রতিদিনই দোকানে ভিড় করছেন মানুষ। তাই কেনাকাটার সময় যাতে পরস্পরের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে, তাই এই উদ্যোগ। শুধু ঘরবন্দি থাকা নয়, করোনা সংক্রমণ রোখার ক্ষেত্রে এ ধরনের সামাজিক দূরত্ব তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।