হোমব্যবসাকোভিডের বিরুদ্ধে লড়াই, নতুন প্রোডাক্ট নিয়ে এল আই টু

কোভিডের বিরুদ্ধে লড়াই, নতুন প্রোডাক্ট নিয়ে এল আই টু

কোভিডের বিরুদ্ধে লড়াই, নতুন প্রোডাক্ট নিয়ে এল আই টু

বাজারে এবার কোভিড প্রতিরোধী প্রোডাক্ট নিয়ে এল আই টু (Iodine Intelligence). সেইসঙ্গে চর্ম, ইএনটি, দাঁতের সুরক্ষা এবং মানুষের সামগ্রিক স্বাস্থ্য রক্ষার বেশ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে আই টু প্রাইভেট লিমিটেড।

সংস্থার সদর কার্যালয় সিঙ্গাপুরে। ২০১৯ সালে আই টু-র প্রতিষ্ঠা করেন কানপুর আইআইটি-র প্রাক্তনী অনিল কেজরিওয়াল। সংস্থার প্রথম উৎপাদন হল বায়োশিল্ড লোশন, যা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত কার্যকরী বলে কোম্পানির দাবি। এটি সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের বিরুদ্ধে ৯৯.৯৯ শতাংশ কার্যকরী। পরীক্ষায় এমনই প্রমাণ মিলেছে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

অনিল কেজরিওয়াল জানিয়েছেন, বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন প্রোডাক্ট তৈরির দিকে নজর দিচ্ছেন। কলকাতায় আই টু-র আঞ্চলিক কার্যালয় রয়েছে। খুব শিগগিরই দুবাই এবং ইউরোপেও সংস্থার কার্যালয় চালু করা হবে, জানিয়েছেন অনিল কেজরিওয়াল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img