হোমPlot1আরও কড়া নজরদারিতে মাধ্যমিক, নতুন নির্দেশিকা জারি পর্ষদের

আরও কড়া নজরদারিতে মাধ্যমিক, নতুন নির্দেশিকা জারি পর্ষদের

আরও কড়া নজরদারিতে মাধ্যমিক, নতুন নির্দেশিকা জারি পর্ষদের

আগামী বছরের মাধ্যমিক নির্বিঘ্নে সম্পন্ন করতে আরও কড়া নজরদারির পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ভিতরে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে। সেইসঙ্গে প্রতিটি পরীক্ষার দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত করে রাখতে হবে।  মাধ্যমিকের ফল না বেরনো পর্যন্ত সবকটি পরীক্ষার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রাখার জন্য ভেন্যু সুপারভাইজারের কাছে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

পরীক্ষার দিনগুলির ফুটেজ সংরক্ষণ করার যথোপযুক্ত স্টোরেজ রয়েছে কিনা খতিয়ে দেখা, প্রযুক্তিগত সমস্যায় তথ্য হারানো রুখতে ব্যাকআপের ব্যবস্থা করার মতো একাধিক নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, রেকর্ডিংগুলি স্কুলের প্রধান শিক্ষক/সেন্টার সেক্রেটারি/ভেনু সুপারভাইজারের দায়িত্বে থাকবে।

গত বছরই পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি বসানোর নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু পরিকাঠামোগত সমস্যা এবং সময়ের অভাবে অনেক স্কুল সিসিটিভি বসাতে পারেনি।

২০২৪ সালের ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং শেষ হবে ১২ ফেব্রুয়ারি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img