হোমসাহিত্য-সংস্কৃতিরবীন্দ্রনাথের মৃত্যুর পরের দিন: কী ছাপা হয়েছিল খবরের কাগজে ?

রবীন্দ্রনাথের মৃত্যুর পরের দিন: কী ছাপা হয়েছিল খবরের কাগজে ?

রবীন্দ্রনাথের মৃত্যুর পরের দিন: কী ছাপা হয়েছিল খবরের কাগজে ?

শ্যামল সান্যাল : রবীন্দ্রনাথের মৃত্যুর খবর পরের দিন সেই সময়ের যুগান্তর খবরের কাগজের প্রথম পাতায় কীভাবে প্রকাশিত হয়েছিল, সেটি দেখলেই জানা যায় অনেক কথা।

স্বাধীনতা সংগ্রামের সময় যুগান্তর ছিল অবিভক্ত বাংলার সবথেকে বেশি প্রচারিত সংবাদপত্র। ব্রিটিশ বিরোধী এই সংবাদপত্রটির সঙ্গে পরে যুক্ত হয় অমৃতবাজার পত্রিকা, ইংরেজি কাগজ। শিশির কান্তি ঘোষ ছিলেন দুটি কাগজের মালিক ও সম্পাদক।বাগবাজারে ছিল এই কাগজ গোষ্ঠীর অফিস, ছাপাখানা।

সেই যুগান্তরে রবীন্দ্রনাথের মৃত্যুর খবরটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, রিপোর্টাররা লিখেছিলেন, সেই খবর। জীবনী লেখায় জল মেশানো হয়। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তা যে হয়েছিল,সেকথা অনেকেই বলেন।
কিন্তু রিপোর্টার যা দেখেন, জানেন, তাই লেখেন। সেই সময় তাই হত, আজ আদৌ তা হয় না বলে পাঠকদের অভিযোগ। এই বিষয়টা কেন হয় সেটা অন্য প্রতিবেদনের জন্য তোলা থাক।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img