হোমঅন্যান্যICAI-এর নতুন প্রেসিডেন্ট হলেন দেবাশিস মিত্র

ICAI-এর নতুন প্রেসিডেন্ট হলেন দেবাশিস মিত্র

ICAI-এর নতুন প্রেসিডেন্ট হলেন দেবাশিস মিত্র

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সর্বভারতীয় সংস্থা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন ডঃ দেবাশিস মিত্র। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন অনিকেত সুনীল তালাতি। আইসিএআই-এর কাউন্সিল ২০২২-২৩ বর্ষের জন্য তাঁদের ওই পদে নির্বাচিত করেছে।

বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে সংস্থার নব নির্বাচিত পদাধিকারীদের সম্বর্ধনা জানানো হয়।

অনিকেত সুনীল তালাতি (বাঁদিকে), দেবাশিস মিত্র (ডানদিকে)।

অনুষ্ঠানে দেবাশিস মিত্র জানান, হিসেব রক্ষার সঙ্গে যুক্ত আইসিএআই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংস্থা। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজারের বেশি এবং পড়ুয়ার সংখ্যা ৭ লক্ষাধিক।

তাঁর কথায়, “শুধুমাত্র হিসাব রক্ষা নয়, দেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে আইসিএআই। দেশের আর্থিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা এমএসএমই (Micro, Small and Medium Enterprises)-এর সঙ্গে হাত মিলিয়েছি।” জিএসটি-র ক্ষেত্রেও আইসিএআই-এর ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img