হোমসাহিত্য-সংস্কৃতিকলকাতার ট্রামে ইতালির শিল্প-কলার প্রদর্শনী

কলকাতার ট্রামে ইতালির শিল্প-কলার প্রদর্শনী

কলকাতার ট্রামে ইতালির শিল্প-কলার প্রদর্শনী

কলকাতার ট্রামে এবার ইতালির শিল্প-কলার প্রদর্শনী। ১৯ ফেব্রুয়ারি ধর্মতলায় এই প্রদর্শনীর সূচনা হয়েছে। ধর্মতলা, শ্যামবাজার ও গড়িয়াহাট, প্রতিটি ডিপোতেই তিন দিন করে এই ট্রামটি থাকবে। প্রদর্শনীর সমাপ্তি ঘটবে ২৭ ফেব্রুয়ারি।

রাজ্য পরিবহন দফতরের সঙ্গে যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে কলকাতাস্থিত ইতালির কনস্যুলেট জেনারেল।

ইতালির বিশিষ্ট চিত্রগ্রাহকদের ছবির পাশাপাশি প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে সেখানকার বিভিন্ন শহরের ছবিও।

কলকাতায় নিযুক্ত ইতালির কনসাল জেনারেল গিয়ানলুকা রুবাগোত্তি বলেন, “অতিমারীর কঠিন পরিস্থিতির মধ্যেই কলকাতার মানুষের কাছে আমরা ইতালির শিল্প-সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নিয়েছি। এর ফলে কলকাতা ও ইতালির শহরগুলির মধ্যে এক যোগসূত্র তৈরি হল।”

এই প্রদর্শনীর মুখ্য চিত্রগ্রাহক রাজীব দে বলেন, “কলকাতা হল শিল্প-সংস্কৃতির শহর। এটি আমার শহর, যেখানকার মানুষ বিশ্বকে অনুপ্রাণিত করে, এই শহর ইতিহাসের শহর, যার রয়েছে লড়াইয়ের দীর্ঘ ঐতিহ্য।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img