হোমআন্তর্জাতিকOlympic India : অলিম্পিকে ইতিহাস, ভারোত্তোলনে দেশকে রূপো এনে দিলেন চানু

Olympic India : অলিম্পিকে ইতিহাস, ভারোত্তোলনে দেশকে রূপো এনে দিলেন চানু

Olympic India : অলিম্পিকে ইতিহাস, ভারোত্তোলনে দেশকে রূপো এনে দিলেন চানু

টোকিও অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন মীরাবাই চানু(Mirabai Chanu)। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রূপো জিতে ইতিহাস গড়লেন ২৬ বছরের চানু।

২০০০ সালে সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতেছিলেন কর্ণম মালেশ্বরী। তারপর অলিম্পিকের আসরে ভারোত্তোলনে এটি ভারতের দ্বিতীয় পদক জয়।

অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিতেছেন চিনের হাউ জিহুই (Hou Zhihui)। তিনি মোট ২১০ কিলোগ্রাম ওজন তোলেন। মীরাবাই তুলেছেন মোট ২০২ কিলোগ্রাম (৮৭+১১৫)। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার আইসা উইন্ডি কান্টিকা (Aisah Windy Cantika)। তিনি তুলেছেন ১৯৪ কিলোগ্রাম।

করোনার কারণে এক সময় ঠিকভাবে অনুশীলন করতে পারেননি চানু। কিন্তু আজ নিজের পারফরম্যান্সে তার কিছুই বুঝতে দেননি চানু।

টুইট করে চানুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, “এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। ওঁর সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে।”

এ বারের অলিম্পিক্সে ভারতের এক মাত্র ভারোত্তোলক হিসেবে যোগ দিয়েছিলেন চানু। এশিয়ান চ্যাম্পিয়ানশিপে ১১৯ কিলোগ্রাম তোলার রেকর্ড গড়ে অলিম্পিক্সে পদক জয়ের আশা তৈরি করেছিলেন তিনি। অবশেষে সেই স্বপ্ন সফল হল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img