হোমPlot1তৃতীয় দফায় বিজেপির ৪ প্রার্থীই ফৌজদারি মামলায় অভিযুক্ত, সবচেয়ে ধনী তৃণমূলের খলিলুর

তৃতীয় দফায় বিজেপির ৪ প্রার্থীই ফৌজদারি মামলায় অভিযুক্ত, সবচেয়ে ধনী তৃণমূলের খলিলুর

তৃতীয় দফায় বিজেপির ৪ প্রার্থীই ফৌজদারি মামলায় অভিযুক্ত, সবচেয়ে ধনী তৃণমূলের খলিলুর

আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচনে রাজ্যের ৪টি লোকসভার আসনে ভোট হতে চলেছে। এগুলি হল, জঙ্গিপুর, মালদা দক্ষিণ ও মালদা উত্তর এবং মুর্শিদাবাদ। ৪টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৭ জন প্রার্থী। পশ্চিমবঙ্গ ইলেকশান ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর পক্ষে উজ্জয়িনী হালিম জানিয়েছেন, এই পর্বে ১৩ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ১২ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের মামলা রয়েছে।

তৃতীয় দফায়  ৪টি আসনে লড়াই করা বিজেপির ৪ জন প্রার্থীর বিরুদ্ধেই গুরুতর ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। এছাড়া, তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের একজন করে প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের মামলা রয়েছে।

তৃতীয় পর্বে ১৩ জন কোটিপতি প্রার্থীর মধ্যে ৩ জন তৃণমূলের, ২ জন কংগ্রেসের এবং সিপিএমের একজন প্রার্থী রয়েছেন। সবচেয়ে ধনী প্রার্থী হলেন, জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫১ কোটি টাকার বেশি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img