বিশেষ প্রতিনিধি, কলকাতা : বই মেলায় 428 নম্বর স্টলে দেবব্রত বিশ্বাসের দুষ্প্রাপ্য সি ডি, বইয়ের সঙ্গে থাকছে রবীন্দ্র নাথের একটা অমূল্য সংগ্রহ। ডিজিটাল ফরম্যাটে এক সঙ্গে আছে, তাঁর 3500 কবিতা, 5000 আবৃত্তি, 110 টি গান, 103 টি কবিতার ইংরেজি আবৃত্তি, কবির গলায় 15 টি কবিতার আবৃত্তি, এক কথায় মুঠোর মধ্যে হিরে মুক্তো।পেন ড্রাইভে করা। বিখ্যাত চক্ষু চিকিৎসক ডাঃ পি বি সরকারের বহু গবেষণার এই সোনার তরী শুধু এই স্টলের জন্য তিনি দিয়েছেন।
সাধ্যের মধ্যে দাম, আর একটি অসাধারণ সংগ্রহ বই মেলার সব থেকে বড় আকর্ষন হবেই। জর্জ বিশ্বাসের সঙ্গে রবীন্দ্রনাথ, এ ছাড়া ভাবা যায় না কি..
428 নাকি এবারের বই মেলায় আরও কিছু দুরন্ত ব্যাপার করতে চলেছে। সংস্থার কর্ণধার স্বরূপ দত্ত।