সুতপা সরকার, বারাসাত : লকডাউনের মধ্যেই বেআইনিভাবে রেশনের চাল মজুতের অভিযোগ। বারাসতের ১৪ নম্বর ওয়ার্ডের অধীন বনমালীপুরে একটি বাড়িতে হানা দিয়ে ২৭ বস্তা রেশনের চাল বাজেয়াপ্ত করল পুলিশ।
মঙ্গলবার সকালে পুকুর পরিষ্কার করতে গিয়ে বিষয়টি স্থানীয় কাউন্সিলর সমীর কুন্ডুর নজরে আসে। এরপর পুলিশকে জানান তিনি। বাড়ির মালিক সহ দুজনকে আটক করেছে পুলিশ। যে গাড়িতে করে চালের বস্তাগুলি নিয়ে আসা হয়েছিল, সেটিও আটক করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, এই বস্তাগুলি ছোট জাগুলিয়া এলাকার একটি রেশন দোকানের।