হোমরাজ্যMamata : 'দেশটা সবার নিজের', নিজের লেখা গানে দেশবাসীকে ঐক্যের বার্তা মমতার

Mamata : ‘দেশটা সবার নিজের’, নিজের লেখা গানে দেশবাসীকে ঐক্যের বার্তা মমতার

Mamata : ‘দেশটা সবার নিজের’, নিজের লেখা গানে দেশবাসীকে ঐক্যের বার্তা মমতার

দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে গান লিখে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee)। সেইসঙ্গে দেশবাসীকে ঐক্যের বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রবিবার ফেসবুক পেজে গানটির প্রথম চার লাইন শেয়ার করেন মমতা। তাতে লেখা, “এই ধরণীর মাটির বাঁধন/ বাঁধুক জোরে মোদের/ সোনার চেয়েও যে খাঁটি/ দেশটা সবার নিজের।”

শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভদিনে আমার রচনা ও ভাবনার একটি গান রইল সবার জন্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুইও দেবজ্যোতি বোস। দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img