হোমঅন্যান্যAward : "Times Power Icon" পুরস্কার পেলেন অনির্বাণ আদিত্য

Award : “Times Power Icon” পুরস্কার পেলেন অনির্বাণ আদিত্য

Award : “Times Power Icon” পুরস্কার পেলেন অনির্বাণ আদিত্য

শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে Times Power Icon” পুরস্কার পেলেন আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য।

১৯৮৪ সাল থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে আদিত্য অ্যাকাডেমি গ্রুপ অফ স্কুল। এই গোষ্ঠীর নতুন উদ্যোগ হল “আমার পাড়ায় আমার স্কুল”। এই প্রকল্পে ২০২৫ সালের মধ্যে মহানগরীতে ১০০টি জুনিয়র স্কুল এবং প্রত্যেক জেলায় একটি করে সিনিয়র সেকেন্ডারি স্কুল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনির্বাণ আদিত্য বলেন, “অতিমারীতে পুরো শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের অনলাইন শিক্ষায় ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হয়েছে।”

তিনি জানান, আদিত্য অ্যাকাডেমি ১০০টি প্রি-স্কুল তৈরির পরিকল্পনা করছে, যাতে এখানকার পড়ুয়ারা এই অ্যাকাডেমির জুনিয়র এবং সিনিয়র বিভাগে ভর্তি হতে পারে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img