হোমUncategorizedCitizenship Act Protests: অবরোধে উত্তাল বিহার, শান্তি ফিরেছে পশ্চিমবঙ্গ, অসমে

Citizenship Act Protests: অবরোধে উত্তাল বিহার, শান্তি ফিরেছে পশ্চিমবঙ্গ, অসমে

Citizenship Act Protests: অবরোধে উত্তাল বিহার, শান্তি ফিরেছে পশ্চিমবঙ্গ, অসমে

কলকাতা/ গুয়াহাটি/ শিলং/ পাটনা: পশ্চিমবঙ্গ (West Bengal), অসম ও মেঘালয় বৃহস্পতিবার শান্ত থাকলেও নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে (Citizenship Act Protests) উত্তাল বিহার (Bihar)। সেখানে এক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা বনধের সময় রাস্তা ও রেললাইন অবরোধ করেছে প্রতিবাদীরা। ছোট দলগুলি এই বনধকে সমর্থন জানিয়েছে। পাটনায় রাজেন্দ্রনগর টার্মিনাসে রেললাইনে বসে পড়ে প্রায় আধঘণ্টা অবরোধ করে এআইএসএফ ও এআইএসএ-এর মতো বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। পরে আরপিএফ তাদের তাড়া করলে তারা সেখান থেকে সরে যায়। স্বাভাবিক হয় রেল চলাচল।

পরে সকাল দশটা নাগাদ জন অধিকার পার্টির কর্মীরা টায়ার জ্বালাতে শুরু করেন রাজেন্দ্রনগর টার্মিনাসে। সেই দলের অনেক সমর্থক রেললাইনে বসে পড়েন। প্রসঙ্গত, এই দলে রয়েছেন বিতর্কিত প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব। অবরুদ্ধ রাস্তা দিয়ে একটি অ্যাম্বুল্যান্স যেতে চাইলে সেটিকে ভাঙচুর করে প্রতিবাদীরা।

সিপিআই(এম) কর্মীরা দ্বারভাঙা জেলায় লাহারিয়া সরাই স্টেশনের কাছে রেললাইনে বসে পড়ে অবরোধ করেন। সেখানে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img