হোমরাজ্যLockdown : আরও ছাড়, রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান-বার-রেস্তোরাঁ

Lockdown : আরও ছাড়, রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান-বার-রেস্তোরাঁ

Lockdown : আরও ছাড়, রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান-বার-রেস্তোরাঁ

লকডাউনের (lockdown) বিধিনিষেধে আরও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। ১৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে নতুন দফার লকডাউন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই পর্বে রাত ১০টা পর্যন্ত পানশালা, রেস্তোরাঁ খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছিলেন, রাত ৯টার বদলে নৈশ কার্ফু শুরু হবে রাত ১১টা থেকে। সেই সূত্রে বিধিনিষেধ শিথিল করল নবান্ন। পাশাপাশি রবিবার থেকে যাবতীয় দোকানও রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এতদিন রাত ৮টা পর্যন্ত এগুলি খোলা রাখার অনুমতি ছিল।

শুক্রবার সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, করোনা বিধি মেনে সমস্ত সরকারি অনুষ্ঠান করতে হবে। সেইসঙ্গে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল চালু রাখা যাবে। খোলা থাকবে অন্য প্রেক্ষাগৃহও।

এর ফলে নাটক বা অন্য কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে কোনও বাধা রইল না। তবে দর্শক সংখ্যা ৫০ শতাংশ রাখতে হবে। স্টেডিয়াম এবং সুইমিং পুলও ১৬ তারিখ থেকে খোলা যাবে।

বলতে গেলে, এখন শুধুমাত্র লোকাল ট্রেন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img