হোমরাজ্যMadhyamik : মাধ্যমিকে পাশের হার ১০০%, ৭৯ জনের সর্বোচ্চ নম্বর

Madhyamik : মাধ্যমিকে পাশের হার ১০০%, ৭৯ জনের সর্বোচ্চ নম্বর

Madhyamik : মাধ্যমিকে পাশের হার ১০০%, ৭৯ জনের সর্বোচ্চ নম্বর

মাধ্যমিকে বেনজির রেজাল্ট। পাশের হার ১০০ শতাংশ। অর্থাৎ কেউ ফেল করেনি। সব পরীক্ষার্থীই উত্তীর্ণ। আজ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই ফল ঘোষণা করা হয়েছে। ৭৯ জন ছাত্রছাত্রী সর্বোচ্চ নম্বর পেয়েছে। তবে এবার কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি।

এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯। করোনায় কারণে এ বছর পরীক্ষা বাতিল করা হয়েছিল।

সর্বোচ্চ ৬৯৭ নম্বর পেয়েছে ৭৯ জন পরীক্ষার্থী।

কোন কোন ওয়েবসাইটে ফল জানা যাবে?

১) www.wbbse.wb.gov.in

২) wbresults.nic.in

৩) www.exametc.com

৪) www.indiaresults.com

৫) www.results.shiksha

কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?

১) wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in সাইটে যেতে হবে।

২) ‘WBBSE class 10 results’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) ‘Submit’-এ ক্লিক করতে হবে।

৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img