নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক মঞ্চে সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি পেল ম্যাগমা ফিনকর্প লিমিটেড (ম্যাগমা)। সম্প্রতি মুম্বইয়ে নবম এসিইএফ এশিয়ান অ্যাওয়ার্ডস-এর আসরে সেরার শিরোপা পেল ম্যাগমা। ‘ম্যাগমা এম-স্কলার’ কর্মসূচির জন্য এই সংস্থাকে ‘গোল্ড’ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে।
গত ৫ বছরে এম-স্কলার প্রকল্পে এ নিয়ে ১৫টি পুরস্কার জিতেছে ম্যাগমা। এই প্রকল্পে গরিব, দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়ে সাহায্য করা হয়। জীবনের স্বপ্নপূরণের পথে তাঁরা যাতে এগিয়ে যেতে পারেন, সেই লক্ষ্যেই ম্যাগমার এই উদ্যোগ।
ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, বাণিজ্য, আইন সহ বিভিন্ন শাখার ৪০০-রও বেশি পড়ুয়া এই প্রকল্পে উপকৃত হয়েছেন।
ম্যাগমা ফিনকর্প লিমিটেডের হেড-সিএসআর কৌশিক সিনহা বলেন, কম আয়ের পরিবারের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার পথ সুগম করা এবং তাঁদের জীবনযাপনের মান উন্নত করাই এই প্রকল্পের লক্ষ্য।
স্কুল-ছুট পড়ুয়াদের মধ্যে মিড মিল বিতরণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে এই সংস্থা। কলকাতা, মুম্বই, থানে, দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত প্রায় ৬৫০০ পড়ুয়াকে মিড ডে মিল দেওয়া হয়েছে। পরিবেশ, স্বাস্থ্যের মত ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা অবদান রেখে চলেছে ম্যাগমা ফিনকর্প।