হোমব্যবসাঅনলাইন ব্যবসা করেই বাজিমাত চাকরি-বিমুখ দুই বঙ্গসন্তানের

অনলাইন ব্যবসা করেই বাজিমাত চাকরি-বিমুখ দুই বঙ্গসন্তানের

অনলাইন ব্যবসা করেই বাজিমাত চাকরি-বিমুখ দুই বঙ্গসন্তানের

বিশেষ প্রতিনিধি : চাকরি করবে না বলে স্কুল জীবনেই পণ করেছিল দুই বঙ্গ সন্তান। দুই বন্ধু। একই স্কুলে ক্লাস ফাইভ থেকে পড়েছে হায়দরাবাদে।এরপর বিএ পাশ। সাধারণ মধ্যবিত্ত পরিবারের দুই ছেলে আর পড়াশুনো করতে চায়নি। তাঁদের বাবা-মা আরো ভালো করে পরের ধাপের ডিগ্রি নেওয়ার জন্য বলেছিলেন।
ওঁরা বলেছিল, পড়তে ভালো লাগে না। চাকরি করতে বলে তাঁদের অভিভাবকরা শুনেছিলেন, চাকরি করবো না, ব্যবসা করবো।

টাকা কই..?
ওরা বলেছিল,তোমরা কিছু দিও, বাকিটা ম্যানেজ করে নেব আমরা।
ছোট্ট করে প্রায় বিনা মূলধনে ওদের ব্যবসা শুরু।

বছর তিনেকের আগের ঘটনা এটা।
আজ ওরা ওদের তৈরি টি শার্ট, মাস্ক সারা দেশে পাঠায়। পুরো কাজটাই অনলাইনে। ওদের ডিজাইন, স্লোগান সব নিজেদের করা। স্লোগান কেবলই বাংলায়।

ওদের কথায়, ‘এদেশের বাঙালিরাই যথেষ্ট। এঁদের ভালোবাসা, আশীর্বাদই আমাদের মুলধন। “
দুজনেই প্রচারের আলোয় যেতে চায় না। নাম প্রকাশ করতেও নারাজ। শুধুমাত্র ওদের কাজটা মানুষের কাছে গেলেই খুশি।

তাই ওদের নাম পরিচয় দেওয়া গেল না। ওদের সংস্থার নাম ” বং সওয়াগ “।

মেল আর হোয়াটসআপ : support@bongswag.com / + 91 94321 09341.

নতুন উদ্যোগীরা নিজেদের কথা জানান। আমরা আপনাদের পাশে আছি। আমাদের সঙ্গে যোগাযোগের নম্বর : 83719-31003

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img