সুন্দরবনের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংস্থা FREED-এর সদস্যরা। দুঃস্থ মানুষের হাতে তুলে দিলেন শাড়ি, লুঙ্গি, গামছা, হাওয়াই চটি সহ অন্যান্য সামগ্রী। আর শিশুদের দেওয়া হল বই, পেন, জ্যামিতি বক্স, অঙ্কন সামগ্রী এবং চকোলেট।
করোনার জেরে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা আজ চরম সঙ্কটের মুখে। অসংখ্য মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছে। যাঁরা ভিনরাজ্যে কাজ করতেন, তাঁরাও এখন বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন।
জীবনের ঝুঁকি নিয়ে অনেকে জঙ্গলে মধু সংগ্রহে যাচ্ছেন। বাঘের হানায় মৃতের সংখ্যাও বেড়ে চলেছে।
এখানকার সহায়সম্বলহীন পরিবারগুলির কাছে শুকনো খাদ্য সামগ্রী পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে
FREED.
২৬ জুলাই ছিল বিশ্ব ম্যানগ্রোভ সংরক্ষণ দিবস। সেদিন গোসাবার বালি দ্বীপে হাজির হয়েছিলেন FREED-এর সদস্যরা। স্থানীয় মানুষের সহায়তায় তাঁরা ম্যানগ্রোভের বীজও বপন করেন।
সুন্দরবন এলাকার জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে FREED. এর মধ্যে রয়েছে, এখানকার ছাত্রীদের জন্য বিকল্প আয়ের সংস্থান করা। সেইসঙ্গে দক্ষতার বিকাশ ঘটানো।
পাশাপাশি এখানকার ৫০০টি পরিবারের নিত্য দিনের প্রয়োজন মেটানোর জন্য সৌর শক্তি ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা।