হোমব্যবসামেয়াদী আমানতে আকর্ষণীয় রিটার্ন দিচ্ছে বাজাজ ফিনান্স

মেয়াদী আমানতে আকর্ষণীয় রিটার্ন দিচ্ছে বাজাজ ফিনান্স

মেয়াদী আমানতে আকর্ষণীয় রিটার্ন দিচ্ছে বাজাজ ফিনান্স

অনলাইনে মেয়াদী আমানতের (ফিক্সড ডিপোজিট) ক্ষেত্রে একগুচ্ছ সুবিধা নিয়ে এল বাজাজ ফিনান্স। স্বল্প এবং দীর্ঘ, দুটি ক্ষেত্রেই মিলবে আকর্ষণীয় রিটার্ন, এমনটাই জানাচ্ছে সংস্থা।

60 বছরের কম বয়সী আমানতকারীরা অফলাইনে বাজাজ ফিনান্সে এফডিতে টাকা রাখলে 6.60% হারে সুদ মিলবে। আর অনলাইনে এই সুদের হার বেড়ে দাঁড়াবে 6.70%।

প্রবীণ নাগরিকদের 0.25% হারে বেশি সুদ দিয়ে থাকে বাজাজ ফিনান্স।

ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে সুদের হার এখন অনেকটাই কমে গিয়েছে। সেক্ষেত্রে বাজাজ ফিনান্স অনেক বেশি রিটার্ন দিচ্ছে। মাসিক, ত্রৈমাসিক, বছরে দু’বার বা বার্ষিক ভিত্তিতে সুদের টাকা নিতে পারেন গ্রাহকরা।

Systematic Deposit Plan (সিস্টেম্যাটিক ডিপোজ়িট প্ল্যান) বা এসডিপির মাধ্যমে প্রতি মাসে ন্যূনতম 5000 টাকা বা এককালীন ন্যূনতম 25,000 টাকা জমা করা যেতে পারে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img