হোমPlot1ভয়াবহ কোভিডেও দায়সারা কেন্দ্র! বিদেশ থেকে আসা জীবনদায়ী সামগ্রী পড়ে রইল ৭...

ভয়াবহ কোভিডেও দায়সারা কেন্দ্র! বিদেশ থেকে আসা জীবনদায়ী সামগ্রী পড়ে রইল ৭ দিন

ভয়াবহ কোভিডেও দায়সারা কেন্দ্র! বিদেশ থেকে আসা জীবনদায়ী সামগ্রী পড়ে রইল ৭ দিন

দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশ্বের প্রায় ৪০টি দেশ চিকিৎসা সামগ্রী পাঠিয়ে ভারতের পাশে থাকার কথা ঘোষণা করেছে।

গত ২৫ এপ্রিল সিঙ্গাপুর থেকে এসে পৌঁছয় অক্সিজেন জেনারেটর, কনসেনট্রেটর এবং ভেন্টিলেটর। কেন্দ্রের হয়ে এগুলি গ্রহণ করেছিল বিদেশ মন্ত্রক।

কিন্তু এগুলির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এস ও পি) অর্থাৎ কীভাবে বণ্টন করা হবে, তা ঠিক করতেই এক সপ্তাহ সময় নষ্ট করেছে কেন্দ্র। অক্সিজেনের অভাবে যেখানে দেশের শয়ে শয়ে মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন, সেখানে কেন্দ্রের এই গড়িমসি নিয়ে প্রশ্ন উঠেছে।

সরকারি সূত্রে জানা গেছে, ২ মে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এগুলি বিভিন্ন রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং এইচ এল এল লাইফকেয়ারকে ডিস্ট্রিবিউশন ম্যানেজার নিয়োগ করে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img