হোমভ্রমণচলুন, স্বপ্নের দেশ বিয়াসে

চলুন, স্বপ্নের দেশ বিয়াসে

চলুন, স্বপ্নের দেশ বিয়াসে

দীপঙ্কর বসু
সাত সকালে হোটেলের দরজায় টোকা। জিজ্ঞেস করলাম, কে? ম্যানেজার আমনের উত্তর ভেসে এলো, “গুড মর্নিং স্যার”! দরজা খুলতেই আমন ঘরে ঢুকে ব্যালকনির দরজা খুলে আমাকে নিয়ে গেল বারান্দায়! আমি বাকরুদ্ধ! এ কি দেখছি আমি..!! আমনের অনুরোধ করলেন, “জলদি রিসেপশন মে চলিয়ে, ক্যামেরা মোবাইল লে কে!!”

আমন হলেন সেই বিরল শ্রেণির ম্যানেজার যিনি অতিথিকে সবসময় সেরাটা দিতে প্রস্তুত। আমরা নীচে এসে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম প্রকৃতিকে এই ভাবে খুঁজে পেয়ে। গতকালটা ছিলো হেমন্তের বিকেলে রঙিন পাতা ঝরার এক স্বর্গীয় রূপের মাঝে হারিয়ে যাওয়ার দিন।

আর আজ হলো প্রকৃতির আরেক রূপের মাঝে নিজেকে মেলে ধরার দিন। ক্যামেরা নিয়ে প্রকৃতির কোলে ঝাঁপিয়ে পড়তে দে ছুট! এই জন্যেই হিমাচল আমার এত ভালোবাসার জগৎ, ভালোলাগার দেশ।বারে বারে বিয়াসের দেশে এই জন্যেই ছুটে আসা।স্যালুট মানালি, ধন্যবাদ আমন।

তারপর তো স্বপ্নের মত একটা দিন কাটানোর পালা। এরকম একটা অসাধারণ সুন্দর সকাল পেতে কার না ইচ্ছে করে!
সকালে চোখ খুলেই তুষারস্নাত স্নিগ্ধ এক স্বর্গীয় পরিবেশে নিজেকে খুঁজে পাওয়া আর তারপর সেই প্রকৃতিতে হারিয়ে যাওয়া।

উফফ্ বিশ্বাস হচ্ছে না? মনে হচ্ছে স্বপ্ন দেখছি- এটাই ভাবছেন তো??

স্বপ্নের মত মনে হলেও এই স্বর্গীয় পরিবেশ কিছুদিন আগেই বাস্তব হয়ে আমার কাছে ধরা দিয়েছিলো, তাও আবার অসময়ে।

spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img