ভ্রমণপিপাসু মানুষের কাছে অতি পছন্দের জায়গা হল মালদ্বীপ। প্রকৃতি এখানে যেন তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে। আর সেই সৌন্দর্যের টানেই ফি বছর সেদেশে ছুটে যান বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা।
২০২০ থেকে ২০২২, পরপর ৩ বছর আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কারের আসরে বিশ্বের অন্যতম সেরা গন্তব্যের শিরোপা পেয়েছে মালদ্বীপ। এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত কলকাতায় নিযুক্ত মালদ্বীপের কনসাল রামকৃষ্ণ জয়সোয়াল।
সম্প্রতি (১৬ ও ১৭ মার্চ) দুর্গাপুরে হয়ে গেল ২ দিনের ‘International Tourism & Hospitality’ সম্মেলন। সেখানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শ্রীজয়সোয়াল।
সেখানে ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আতিথেয়তা এবং পর্যটনের ক্ষেত্রে দয়া, যত্ন এবং গুণমানের বিশেষ ভূমিকা রয়েছে। তিনি বলেন, শুধুমাত্র একটি হাসিই অনেক কিছু বদলে দিতে পারে।