হোমব্যবসাপ্রতি সেকেন্ডে ৪টি স্কুটার বিক্রি, প্রথম দিনেই ৬০০ কোটি টাকার ব্যবসা Ola-র

প্রতি সেকেন্ডে ৪টি স্কুটার বিক্রি, প্রথম দিনেই ৬০০ কোটি টাকার ব্যবসা Ola-র

প্রতি সেকেন্ডে ৪টি স্কুটার বিক্রি, প্রথম দিনেই ৬০০ কোটি টাকার ব্যবসা Ola-র

২৪ ঘণ্টারও কম সময়ে ৬০০ কোটি টাকার স্কুটার বিক্রি করল ওলা ইলেকট্রিক।বুধবার সকালেই বিক্রি শুরু হয় Ola S1 এবং Ola S1 Pro ই-স্কুটারের। সারাদিনে গড়ে প্রতি সেকেন্ডে ৪টি করে স্কুটার বিক্রি হয়েছে।এ বিষয়ে টুইটে জানিয়েছেন সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল।

Ola S1 ই-স্কুটারের দাম : S1-এর সাধারণ ভেরিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা। S1 Pro-এর দাম ১,২৯,৯৯৯ টাকা। ওলার ওয়েবসাইটের প্রথম পেজেই রিজার্ভের অপশন দেখাচ্ছে। অবশ্য যাঁরা আগে থেকে প্রিবুকিং করে রেখেছেন, তাঁরাই আগে ডেলিভারি পাবেন। প্রত্যেকের বাড়িতেই ডেলিভারি করলে সংস্থা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img