হোমব্যবসাBGBS:  শিল্প-বাণিজ্য মেলায় নজর কাড়ছে WBSEDCL-WBSETCL-এর প্যাভিলিয়ন

BGBS:  শিল্প-বাণিজ্য মেলায় নজর কাড়ছে WBSEDCL-WBSETCL-এর প্যাভিলিয়ন

BGBS:  শিল্প-বাণিজ্য মেলায় নজর কাড়ছে WBSEDCL-WBSETCL-এর প্যাভিলিয়ন

রাজ্যে লগ্নি টানার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল বেঙ্গল গ্লোবল বিজনেস সামিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে দেশের প্রথম সারির শিল্পপতিদের পাশাপাশি ২ দিনের (২০ ও ২১ এপ্রিল) এই শীর্ষ বৈঠকে যোগ দিয়েছিলেন ১৯টি বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরাও।

এই বিশ্ব বাণিজ্য সম্মেলনের অংশ হিসেবে সায়েন্স সিটিতে আয়োজন করা হয়েছে শিল্প-বাণিজ্য মেলার। তাতে বেসরকারি সংস্থা ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও অংশগ্রহণ করেছে।

শনিবার WBSEDCL-WBSETCL-এর প্যাভিলিয়ন পরিদর্শন করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, অর্থসচিব মনোজ পন্থ, MSME ও টেক্সটাইল দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে ও রাজ্য শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর বন্দনা যাদব প্রমুখ।

এই প্যাভিলিয়ন পরিদর্শন করেন WBSEDCL-এর সিএমডি এবং WBSETCL-এর ম্যানেজিং ডিরেক্টর শান্তনু বসুও। রবিবার এই মেলার শেষদিন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img