করোনা অতিমারীর মধ্যে আপনার লগ্নির সেরা ঠিকানা হতে পারে বাজাজ ফিনান্স অনলাইন এফডি। সুদের হার তুলনামূলকভাবে আকর্ষণীয়।
বাজাজ ফিনান্সের ফিক্সড ডিপোজিটে অন্যতম সর্বোচ্চ সুদের হার মেলে। সেই সঙ্গে রয়েছে নির্দিষ্ট সময় অন্তর টাকা পাওয়ার সুবিধাও।
10,00,000 টাকা বাজাজ ফিনান্সের অনলাইন এফডি-তে বিনিয়োগ করলে, সুদের হার ও রিটার্ন কত পারে? অনলাইনে সাধারণ নাগরিক 10,00,000 টাকা র ওপর 6.2 শতাংশ হারে 2 বছরে সুদ পাবেন 1,27,844 টাকা। 3 বছরে 6.6 হারে সুদ দাঁড়াবে 2,11,355 টাকা। 5 বছরে 6.6% হারে 3, 76, 531 টাকা সুদ হিসেবে পাওয়া যাবে।
করোনার মধ্যে ঘরে বসেই বাজাজ ফিনান্স অনলাইন এফডিতে লগ্নি করা যেতে পারে। আপনি চাইলে নির্দিষ্ট সময় অন্তর টাকা ফেরত পেতে পারেন। এই এফডিতে মাসিক, ত্রৈমাসিক, ৩ মাস বা ১ বছর অন্তর টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা রয়েছে।
যাঁদের পুঁজি কম, অথচ মাসিক বিনিয়োগের মাধ্যমে বড়সড় সঞ্চয়ের আশা করছেন, তাঁদের জন্য বাজাজ ফিনান্স নিয়ে এসেছে সিস্টেম্যাটিক ডিপোজ়িট প্ল্যান। এটি হল বাজারের প্রথম মাসিক সঞ্চয় প্রকল্প- যা আপনার সঞ্চয়কে ধাপে ধাপে বাড়ানোর সুযোগ দেয়। মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে এই সুবিধা মিলবে।
এ ভাবে মাসে মাসে কম টাকা জমা রেখেও দীর্ঘমেয়াদি প্রয়োজনের জন্য মোটা টাকা সঞ্চয় করে ফেলতে পারেন।